যুবলীগ ও নারায়নগঞ্জ আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল আহাদ জানিয়েছেন, অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে এসব মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, অস্ত্র ও মাদক মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন করে শামীমকে আদালতে তোলা হবে।
এর আগে এদিন দুপুর ২টা ৫৬ মিনিটে ৭ দেহরক্ষীসহ শামীমকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
শামীমের ৭ দেহরক্ষী হলো শহিদুল, কামাল, জাহিদুল, সায়েম, দেলোয়ার, মুরাদ ও আমিনুল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে যুবলীগের এই নেতাকে আটক করা হয়। এরপর নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া তার জিম্মা থেকে একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের ৭টি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি জানান, অস্ত্র ও মাদক মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন করে শামীমকে আদালতে তোলা হবে।
এর আগে এদিন দুপুর ২টা ৫৬ মিনিটে ৭ দেহরক্ষীসহ শামীমকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।
শামীমের ৭ দেহরক্ষী হলো শহিদুল, কামাল, জাহিদুল, সায়েম, দেলোয়ার, মুরাদ ও আমিনুল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিকেতনের ১১৩ নম্বর বাসা থেকে যুবলীগের এই নেতাকে আটক করা হয়। এরপর নিকেতনে তার জি কে বিল্ডার্স অফিসে (১৪৪ নম্বর) অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ ও নগদ ১ কোটি ৮০ লাখ টাকা জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এছাড়া তার জিম্মা থেকে একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের ৭টি শটগান-গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
COMMENTS