রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘ক্যা’সিনো’ ক্লাব ইয়ংমেন্সের গভর্নিং বডির চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন। তবে তার দা’বি, তিনি জানতেন না সেখানে জু’য়ার আ’সর বসে। তিনি ফুটবল ও ক্রিকেট খেলার ক্লাব হিসেবেই সেটাকে জানতেন এবং সেই কারণেই চেয়ারম্যান হয়েছেন। তবে একবারের বেশি এই ক্লাবে যাননি বলেও তার দা’বি।
‘ক্যা’সিনো’ চালানোর অভি’যোগে এই ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
*রাশেদ খান মেনন জানান, ক্লাবটির সাধারণ সম্পাদক মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সাব্বির তাকে ওই ক্লাবে নিয়ে গিয়ে চেয়ারম্যান হিসেবে ঘো’ষণা দিয়েছিলেন। যদিও সেখানে চেয়ারম্যানের একটি কক্ষ রয়েছে।
ওই ক্লাবে এতসব কিছু হয় সেটা তার জানা ছিল না বলে প্রথমে উল্লেখ করেন মেনন খান। তিনি বলেন, ওটা তো ফুটবল ক্লাব, তারা ক্রিকেট খেলে। তাদের ফুটবল লিগ আছে। আর সেই ব্যাপারেই আমাকে নেওয়া হয়েছিল। আমি সেখানে একবারই গিয়েছি। এরপর সেখানে আমি যাইনি। আর জানিও না সেখানে কী হয়।
*জানা যায়, ২০১৬ সালের ১৯ জুন ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে খালেদ মাহমুদ ভূঁইয়াকে সভাপতি ও হাজী মো. সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। ফকিরেরপুলের এই ক্লাবটির প্যাভিলিয়নে কার্যনির্বাহী কমিটির এক সভায় ওই নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি তৎকালীন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপিকে সর্বসম্মতিক্রমে ক্লাবের গভ’র্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
*রাতভর চলবে ক্যা’সিনো ব’ন্ধে র্যা’বের সা’ড়াশি অ’ভিযান
*রাজধানীর ফকিরাপুলে যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ ভুইয়ার ইয়ংমে’ন্স ক্লাবে (ক্যাসি’নো) সিল’গালা করার পর র্যাবের অভি’যান অব্যা’হত রয়েছে। ইয়ং’মেন্স ক্লাবের পাশে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবেও অভি’যান পরিচা’লনা করা হয়েছে। এটি ঢাকা দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোমিনুল হক সাঈদ পরিচা’লনা করেন। এখানে জু’য়ার বোর্ড রয়েছে ১২টি। এখান থেকে ম’দ, বি’য়ার ও বিপুল টাকা উ’দ্ধার করা হয়।
*এই অভি’যানের পরপরই বনানীর আহমেদ টাওয়ারে একটি ক্যা’সিনোতে অভি’যান চালা’য় র্যা’ব এবং ক্যাসি’নো সিল’গালা করা হয়। ক্যাসি’নোটির নাম গোল্ডেন ঢাকা বাংলাদেশ। র্যা’বের কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্যাসি’নোটির মালিক আবু কাউসার মোল্লা। উল্লেখ্য, আবু কাউসার মোল্লা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি।
র্যা’বের অ’ভিযান চলছে মতিঝিলের ক্লাব পাড়ায়। সেখানে ওয়ান্ডার্স ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাবসহ বিভিন্ন ক্লাবে ক্লাবে অভিযান চলছে। সূত্র বলছে, এই অবৈধ ক্যা’সিনো ব’ন্ধের জন্য রাতভর অভি’যান চালা’নো হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর নি’র্দেশে এই সমস্ত অ’বৈধ ক্যাসি’নো ব’ন্ধ করা হচ্ছে।
সূত্র আজকের নিউজ|
COMMENTS