গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন আরেক ব্যক্তির গরু জবাই করে সহযোগীদের নিয়ে খিচুড়ি খাওয়ার অভিযোগ গতকাল রবিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ অভিযোগ তদন্তে কালিয়াকৈর উপজেলা আওয়ামী যুবলীগ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া জানান, মোশারফ হোসেনকে নিয়ে গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেনের নির্দেশে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জসিম আহমেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া জানান, মোশারফ হোসেনকে নিয়ে গণমাধ্যমে এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাফ হোসেনের নির্দেশে উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জসিম আহমেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি অভিযোগের প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
COMMENTS