দেশের হয়ে বয়ে নিয়ে এসেছেন সর্বোচ্চ সম্মান। ওয়ার্ল্ড আর্চারী র্যাংকিংয়ে রয়েছেন নয় নাম্বারে। এরপরেও ততটা আলোচিত হননি, যতটা একজন ক্রিকেটার হয় সাধারণ কোন ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে আফিফ হোসেনের ৫২ রানের ইনিংসের পর যখন প্রধানমন্ত্রী কল দিয়ে শুভেচ্ছা জানান, তখন হতাশ হয়েছিলেন রোমান সানা। কারণ দেশের হয়ে সোনা জিতেও যে এতটা সম্মান পাননি তিনি!
দীর্ঘদিন ধরে বয়ে আনা সাফল্যের পর গতকাল নিজের আক্ষেপ প্রকাশ্যে এনেছেন রোমান। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি যখন গোল্ড মেডেলটা পেলাম, তখন আমি ফেইসবুকে একটা পোস্ট দেখলাম, আফিফ হোসেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিলে। তখন চিন্তা করলাম, হায়রে জিম্বাবুয়ে! তাদের সাথে একটা ফিফটি করেছে, তাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। এদিক থেকে ওদিক থেকে কত কি! আর আমি ১৫টা দেশের এতগুলো আরচারের ভেতরে স্বর্ণ জিতে আনলাম, আর আমার বেলায় কোনো কিছু নেই।’
তবে রোমানের আক্ষেপ মেটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী এই তীরন্দাজকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি আর্চারি ক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।
আগামী অলিম্পিকে গেমসে সরাসরি অংশ নিবেন রোমান সানা। দেশের হয়ে অলিম্পিকে ভালো কিছু করার লক্ষ্য এই আরচারের।
দীর্ঘদিন ধরে বয়ে আনা সাফল্যের পর গতকাল নিজের আক্ষেপ প্রকাশ্যে এনেছেন রোমান। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি যখন গোল্ড মেডেলটা পেলাম, তখন আমি ফেইসবুকে একটা পোস্ট দেখলাম, আফিফ হোসেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দিলে। তখন চিন্তা করলাম, হায়রে জিম্বাবুয়ে! তাদের সাথে একটা ফিফটি করেছে, তাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। এদিক থেকে ওদিক থেকে কত কি! আর আমি ১৫টা দেশের এতগুলো আরচারের ভেতরে স্বর্ণ জিতে আনলাম, আর আমার বেলায় কোনো কিছু নেই।’
তবে রোমানের আক্ষেপ মেটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে লাল-সবুজের প্রতিনিধিত্বকারী এই তীরন্দাজকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি আর্চারি ক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে অব্যাহত পৃষ্ঠপোষকতা ও উৎসাহ যোগান তাহলে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের ভালো কিছু একটা করা সম্ভব।
আগামী অলিম্পিকে গেমসে সরাসরি অংশ নিবেন রোমান সানা। দেশের হয়ে অলিম্পিকে ভালো কিছু করার লক্ষ্য এই আরচারের।
COMMENTS