জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতার সৃষ্টির জন্য সবার মাঝে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ আহসান রাসেল বলেন, "খেলাধুলা জয় পরাজয় মেনে নেওয়ার মানসিক শিক্ষা দেয়। এ শিক্ষা যেন সবার মধ্যে ছড়িয়ে যায়।"
তিনি বলেন, "একই জিনিস বারবার করতে গেলে একঘেয়েমি তৈরি হয়। রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলার আয়োজন করা উচিত। এজন্য আমি ডিআরইউকে ধন্যবাদ জানাই।"
ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষকতার জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "শুধু ডিআরইউ নয়, ওয়ালটন না থাকলে অনেক ফেডারেশন তাদের অনুষ্ঠানগুলো করতে কষ্ট হত।"
প্রতিমন্ত্রী ভবিষতে ডিআরইউকে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে খেলাধুলার বিষয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
ডিআরইউ'র সহ সভাপতি খোন্দকার কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব দ্য ডিপার্টমেন্ট স্পোর্টস অ্যান্ড গেইম এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্রীড়া সম্পাদক শফিকু্ল ইসলাম শামীম বক্তব্য দেন।
এবারের ক্রীড়া উৎসবে ডিআরইউর পুরুষ সদস্যদের নয়টি ও নারী সদস্যদের পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।
COMMENTS