ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী ব্রীজ থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে উন্নয়নের কাজ অব্যাহত থাকায় রাস্তার দুই পাশে খুড়াখুড়ির কারনে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যান চলাচলে দেখা দেয় বিড়ম্বনা ।
এছাড়াও চান্দনা চৌরাস্তা থেকে সালনা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ঢাকামুখী যানবাহন চলছে ধীরগতিতে ।
এছাড়াও চান্দনা চৌরাস্তা থেকে সালনা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ঢাকামুখী যানবাহন চলছে ধীরগতিতে ।
আজ সকাল থেকেই ওই রাস্তায় যানচলাচলে দেখা দিয়েছে যানজট ও ধীর গতি ।
মহাসড়কের স্টেশন রোড,চেরাগআলী , হোসেন মার্কেট , গাজীপুরা , বড়বাড়ি , তারগাছ , বাইপাস রাস্তায় পানি জমে থাকায় বিড়ম্বনায় পড়েছেন রাস্তায় চলাচলকারী যাত্রী ও চালকগণ । পাঁচ মিটিটের রাস্তা পার হতে সময় লাগছে ২ ঘন্টা ।
বিশেষ করে অফিস ও স্কুল গামীরা পড়েছেন সবচেয়ে বেশী অসুবিধায় ।
গাজীপুর মেট্টোপলিটনের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ হোসেনুজ্জামান জানান, সারারাত বৃষ্টির কারণে মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন ।
রাস্তার পানি সড়ে গেলেই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানান ওই কর্মকর্তা ।
COMMENTS