বিধ্বংসী টাইফুন ‘হাগিবিস’ আঘাত হেনেছে জাপানের উপকূলীয় অঞ্চলে।গত ৬০ বছরের ইতিহাসে এটিই জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ।
শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ঘণ্টায় দেড়শ’ কিলোমিটার বেগে ঘুর্ণিঝড়টি আঘাত হানে জাপনের উপকূলে। ইতোমধ্যে এর আঘাতে একজন নিহতও হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে টোকিও ও আশেপাশের শহরগুলোতে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৫৮ হাজার ঘরবাড়ি।
দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, শনিবার রাতের যেকোনো এক সময়ে হনশু ও উপকূলীয় এলাকায় নিজের পুরো গতি সঞ্চার করে আঘাত হানতে পারে হাগিবিস। আর পূর্ণ গতি নিয়ে আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বেন শহরগুলোর প্রায় এক কোটি মানুষ।
শনিবার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার দিকে ঘণ্টায় দেড়শ’ কিলোমিটার বেগে ঘুর্ণিঝড়টি আঘাত হানে জাপনের উপকূলে। ইতোমধ্যে এর আঘাতে একজন নিহতও হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে টোকিও ও আশেপাশের শহরগুলোতে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৫৮ হাজার ঘরবাড়ি।
দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, শনিবার রাতের যেকোনো এক সময়ে হনশু ও উপকূলীয় এলাকায় নিজের পুরো গতি সঞ্চার করে আঘাত হানতে পারে হাগিবিস। আর পূর্ণ গতি নিয়ে আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বেন শহরগুলোর প্রায় এক কোটি মানুষ।
COMMENTS