আজ ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী দিল্লীর তাজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে এসে প্রিয়াঙ্কা গান্ধী আবেগে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরে এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী আওয়ামী লীগ সভাপতির ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন যে, এই মুহুর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। একজন মানুষ যিনি সবকিছু হারানোর পরও নিজেকে প্রস্তুত করে দেশের জন্য উতসর্গ করেন তারসঙ্গে দেখা করার সৌভাজ্ঞ্যটা আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা।
উল্লেখ্য যে, প্রিয়াঙ্কা গান্ধীর পিতা রাজিব গান্ধীও আততায়ীর হাতে নিহত হন। প্রিয়াঙ্কা গান্ধী সবসময়ই মনে করেন শেখ হাসিনা তাঁর অন্যতম প্রেরণার উৎস।
উল্লেখ্য যে, প্রিয়াঙ্কা গান্ধীর পিতা রাজিব গান্ধীও আততায়ীর হাতে নিহত হন। প্রিয়াঙ্কা গান্ধী সবসময়ই মনে করেন শেখ হাসিনা তাঁর অন্যতম প্রেরণার উৎস।
COMMENTS