আগামী বছরের জুনিয়র এশিয়া কাপ ও জুনিয়র বিশ্বকাপ বাছাই সামনে রেখে খেলা সিরিজের চতুর্থ প্রস্তুতি ম্যাচে ওমান অনূর্ধ্ব-২১ হকি দলকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিক যুবারা।
শনিবার (১২ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের দুই মিনিটেই ফিল্ড গোলে স্বাগতিকদের লিড এনে দেন মাহবুব হোসেন। ফিল্ড গোলে ১৩ মিনিটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য কোনো গোল হয়নি।
তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম চোট নিয়ে মাঠ ছাড়েন। তার বদলে ৪০ ও ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ৫৮ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নার থেকে সান্ত্বনার এক গোল পায় ওমান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ ও ওমান।
শনিবার (১২ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের দুই মিনিটেই ফিল্ড গোলে স্বাগতিকদের লিড এনে দেন মাহবুব হোসেন। ফিল্ড গোলে ১৩ মিনিটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য কোনো গোল হয়নি।
তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম চোট নিয়ে মাঠ ছাড়েন। তার বদলে ৪০ ও ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ৫৮ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নার থেকে সান্ত্বনার এক গোল পায় ওমান।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ ও ওমান।
COMMENTS