যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সাংগঠনিক কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় সরকারের শুদ্ধি অভিযান। এই অভিযানের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়াকে আটক করা হয়। এই আটকের পর যুবলীগ চেয়ারম্যান এ ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি আইন প্রয়োগকারী বাহিনীর উদ্দেশে কিছু সমালোচনামূলক মন্তব্য করেন এবং এটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরের দিন তিনি উত্তরা থানা আওয়ামী যুবলীগের সম্মেলনে যোগদান করেন এবং সেখানে তিনি নরমসুরে বক্তব্য রাখেন।
কিন্তু ২০ সেপ্টেম্বর থেকে তিনি আর ঘর থেকে বের হননি। এ সময়ের মধ্যে তিনি শেখ হাসিনার সঙ্গে দুইবার কথা বলেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি এতোদিন ধরে চুপচাপ ছিলেন, কোনো সাংগঠনিক কর্মকাণ্ডেই তিনি নিজেকে জড়াননি।
কিন্তু শুদ্ধি অভিযানে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, ওমর ফারুক চৌধুরী ক্যাসিনো বা টেন্ডারবাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন না। এর প্রেক্ষিতে শেখ হাসিনা তাকে বার্তা দিয়েছেন, সম্মেলন সুষ্ঠুভাবে করার জন্য সাংগঠনিক কাজে যোগ দিতে বলেছেন। কারণ আগামী ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের কংগ্রেসের তারিখ নির্ধারণ করা হয়েছে। কংগ্রেসের আগে অনেকগুলো সাংগঠনিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো পালন করা না হলে একটা কংগ্রেস করা দুরূহ কাজ হয়ে যায়। এই বিবেচনা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে সাংগঠনিক কাজ এবং সুষ্ঠুভাবে কংগ্রেস করার জন্য যাবতীয় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছেন।
কিন্তু ২০ সেপ্টেম্বর থেকে তিনি আর ঘর থেকে বের হননি। এ সময়ের মধ্যে তিনি শেখ হাসিনার সঙ্গে দুইবার কথা বলেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তিনি এতোদিন ধরে চুপচাপ ছিলেন, কোনো সাংগঠনিক কর্মকাণ্ডেই তিনি নিজেকে জড়াননি।
কিন্তু শুদ্ধি অভিযানে জড়িত আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, ওমর ফারুক চৌধুরী ক্যাসিনো বা টেন্ডারবাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন না। এর প্রেক্ষিতে শেখ হাসিনা তাকে বার্তা দিয়েছেন, সম্মেলন সুষ্ঠুভাবে করার জন্য সাংগঠনিক কাজে যোগ দিতে বলেছেন। কারণ আগামী ২৩ নভেম্বর আওয়ামী যুবলীগের কংগ্রেসের তারিখ নির্ধারণ করা হয়েছে। কংগ্রেসের আগে অনেকগুলো সাংগঠনিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো পালন করা না হলে একটা কংগ্রেস করা দুরূহ কাজ হয়ে যায়। এই বিবেচনা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে সাংগঠনিক কাজ এবং সুষ্ঠুভাবে কংগ্রেস করার জন্য যাবতীয় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছেন।
COMMENTS