শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাই থেকেই তার সকল কার্যক্রম চালাতো। তাকে বাংলাদেশ থেকে সঙ্গ দিত টিনটি নাদিমসহ আরো কয়েকজন। ক্যাসিনো খালেদও জোট হয়েছিল জিসানের সঙ্গে। এমনকি সম্রাট যখন জিসানকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাকে খুনের প্ল্যানিংও করে জিসান। এসব খবর মিডিয়াতে এসেছে।
জিসান দুবাই ও জার্মানিতে বসে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে আসছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশে এক সময় তার হয়ে টিএনটি নাদিম কাজ করতেন। এখন নাদিম জিসানের দুবাইয়ের ব্যবসা দেখাশোনা করলেও বাংলাদেশে বেশ কয়েকজন তার হয়ে কাজ করছেন। এর মধ্যে শোভন, সেন্টু, রনি, রওনক, দিদার ও সজল অন্যতম।
কয়েকটি সূত্র জানায়, কোনো কারণে জিসান বের হতে না পারলে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করবেন টিএনটি নাদিম। নাদিম জিসানের পরিবার ও ব্যবসা দেখার পাশাপাশি ঢাকাকেও নিয়ন্ত্রণ করবেন। এ জন্য বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। ওই অ্যাপসে ঢাকার শোভন মূল ভূমিকা পালন করছেন। শোভন এখনো মগবাজার, টিএনটি কলোনি ও মালিবাগের বড় একটা অংশ থেকে প্রতিমাসে চাঁদাবাজি, ডিস লাইনের টাকার ভাগসহ বিভিন্ন টাকা তোলেন। টাকার একটা বড় অংশ প্রতিমাসে জিসান ও নাদিমকে পাঠান শোভন। এজন্য মগবাজারের শোভনকে পুলিশ ধরতে পারলে আন্ডারওয়ার্ল্ড ভেঙে তছনছ হয়ে যাবে। কারণ এ মুহূর্তে ঢাকায় শোভনই একমাত্র ভূমিকা পালন করছেন। একদিকে সম্রাট, খালেদ, শামীম অন্যদিকে জিসানের এই অবস্থা তাতে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের কেউ থাকবে না।
কয়েকটি সূত্র বলছে, জিসানের এই অবস্থায় ঢাকা নিয়ন্ত্রন করবে নাদিমই।
জিসান দুবাই ও জার্মানিতে বসে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে আসছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশে এক সময় তার হয়ে টিএনটি নাদিম কাজ করতেন। এখন নাদিম জিসানের দুবাইয়ের ব্যবসা দেখাশোনা করলেও বাংলাদেশে বেশ কয়েকজন তার হয়ে কাজ করছেন। এর মধ্যে শোভন, সেন্টু, রনি, রওনক, দিদার ও সজল অন্যতম।
কয়েকটি সূত্র জানায়, কোনো কারণে জিসান বের হতে না পারলে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করবেন টিএনটি নাদিম। নাদিম জিসানের পরিবার ও ব্যবসা দেখার পাশাপাশি ঢাকাকেও নিয়ন্ত্রণ করবেন। এ জন্য বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। ওই অ্যাপসে ঢাকার শোভন মূল ভূমিকা পালন করছেন। শোভন এখনো মগবাজার, টিএনটি কলোনি ও মালিবাগের বড় একটা অংশ থেকে প্রতিমাসে চাঁদাবাজি, ডিস লাইনের টাকার ভাগসহ বিভিন্ন টাকা তোলেন। টাকার একটা বড় অংশ প্রতিমাসে জিসান ও নাদিমকে পাঠান শোভন। এজন্য মগবাজারের শোভনকে পুলিশ ধরতে পারলে আন্ডারওয়ার্ল্ড ভেঙে তছনছ হয়ে যাবে। কারণ এ মুহূর্তে ঢাকায় শোভনই একমাত্র ভূমিকা পালন করছেন। একদিকে সম্রাট, খালেদ, শামীম অন্যদিকে জিসানের এই অবস্থা তাতে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের কেউ থাকবে না।
কয়েকটি সূত্র বলছে, জিসানের এই অবস্থায় ঢাকা নিয়ন্ত্রন করবে নাদিমই।
COMMENTS