অফিসের কর্মকর্তারাই যে শুধু বিজনেস কার্ড ব্যবহার করবেন, তা হবে কেন! সেই ধারণা ভেঙে দিয়ে বিজনেস কার্ড ব্যবহার করছেন এখন কাজের বুয়াও।
ভারতের পুনের এক নারীর এক বিজনেস কার্ড অনলাইনে ভাইরাল হয়েছে।
এনডিটিভি জানায়, বিজনেস কার্ড ভাইরাল হওয়ায় কাজের অফারে ভেসে যাচ্ছেন গীতা কালে নামে ওই গৃহকর্মী।
তাকে বিজনেস কার্ড বানিয়ে দেন আরেক নারী ধনশ্রী শিনধে। যার বাসায় কাজ করেন গীতা।
জানা যায়, একদিন অফিস থেকে বাসায় ফিরে গৃহকর্মী গীতাকে খুব বিষণ্ন অবস্থায় দেখেন একটি ডেভেলপার কোম্পানির শীর্ষ কর্মকর্তা ধনশ্রী শিনধে।
তিনি জানতে পারেন, কিছুক্ষণ আগেই একটি চাকরি হারিয়েছেন গীতা, যাকে তিনি গীতা মাসি বলে ডাকেন। এতে দরিদ্র এ গৃহকর্মীর মাসিক আয় হঠাৎ করেই চার হাজার রুপি কমে গেছে।
তখন গীতার এমন দুরবস্থায় পাশে দাঁড়ান ধনশ্রী। বুদ্ধি করে এই গৃহকর্মীর জন্য চমৎকার একটি বিজনেস কার্ড বানিয়ে দেন তিনি। সেখানে গীতার ফোন নম্বরসহ উল্লেখ করে দেন কাজের ক্যাটাগরি, সেই অনুযায়ী অর্থের পরিমাণও। যেমন- ঘর ঝাড়ু দিতে ৮০০ রুপি, কাপড় ধুতে ৮০০ রুপি, রুটি বানিয়ে দিতে এক হাজার রুপি প্রভৃতি।
শুরুতে একশ’ বিজনেস কার্ড ছাপিয়ে বিলি করা হয় এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে। কিন্তু ছোট পরিসরে শুরু করা এই কাজ এত বেশি সাড়া ফেলবে ভাবতেই পারেননি ধনশ্রী। গীতা নিজেও তাজ্জব।
বৃহস্পতিবার অস্মিতা জাভাদেকর নামে এক নারী গীতার এই বিজনেস কার্ড ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
অস্মিতা জানান, বিজনেস কার্ড ভাইরাল হওয়ার পর থেকে গীতা মাসির মোবাইল ফোন এখন অনবরত বেজেই চলেছে। শুধু পুনে নয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে চাকরির অফার আসছে এখন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধনশ্রীর এমন বিজনেস আইডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। একজন দরিদ্র নারী পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য মানুষ তাকে ধন্যবাদ জানান।
ভারতের পুনের এক নারীর এক বিজনেস কার্ড অনলাইনে ভাইরাল হয়েছে।
এনডিটিভি জানায়, বিজনেস কার্ড ভাইরাল হওয়ায় কাজের অফারে ভেসে যাচ্ছেন গীতা কালে নামে ওই গৃহকর্মী।
তাকে বিজনেস কার্ড বানিয়ে দেন আরেক নারী ধনশ্রী শিনধে। যার বাসায় কাজ করেন গীতা।
জানা যায়, একদিন অফিস থেকে বাসায় ফিরে গৃহকর্মী গীতাকে খুব বিষণ্ন অবস্থায় দেখেন একটি ডেভেলপার কোম্পানির শীর্ষ কর্মকর্তা ধনশ্রী শিনধে।
তিনি জানতে পারেন, কিছুক্ষণ আগেই একটি চাকরি হারিয়েছেন গীতা, যাকে তিনি গীতা মাসি বলে ডাকেন। এতে দরিদ্র এ গৃহকর্মীর মাসিক আয় হঠাৎ করেই চার হাজার রুপি কমে গেছে।
তখন গীতার এমন দুরবস্থায় পাশে দাঁড়ান ধনশ্রী। বুদ্ধি করে এই গৃহকর্মীর জন্য চমৎকার একটি বিজনেস কার্ড বানিয়ে দেন তিনি। সেখানে গীতার ফোন নম্বরসহ উল্লেখ করে দেন কাজের ক্যাটাগরি, সেই অনুযায়ী অর্থের পরিমাণও। যেমন- ঘর ঝাড়ু দিতে ৮০০ রুপি, কাপড় ধুতে ৮০০ রুপি, রুটি বানিয়ে দিতে এক হাজার রুপি প্রভৃতি।
শুরুতে একশ’ বিজনেস কার্ড ছাপিয়ে বিলি করা হয় এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে। কিন্তু ছোট পরিসরে শুরু করা এই কাজ এত বেশি সাড়া ফেলবে ভাবতেই পারেননি ধনশ্রী। গীতা নিজেও তাজ্জব।
বৃহস্পতিবার অস্মিতা জাভাদেকর নামে এক নারী গীতার এই বিজনেস কার্ড ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
অস্মিতা জানান, বিজনেস কার্ড ভাইরাল হওয়ার পর থেকে গীতা মাসির মোবাইল ফোন এখন অনবরত বেজেই চলেছে। শুধু পুনে নয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে চাকরির অফার আসছে এখন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধনশ্রীর এমন বিজনেস আইডিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। একজন দরিদ্র নারী পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য মানুষ তাকে ধন্যবাদ জানান।
COMMENTS