আজ (২ নভেম্বর) শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা। আগামী ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা চলবে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এ বছর গাজীপুরের ১১২টি কেন্দ্রে ও ভেন্যুতে মোট ৬৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে জেএসসি পরীক্ষার্থী রয়েছে ৫৫ হাজার ৮৭৪ জন এবং জেডিসি পরীক্ষার্থী ৬ হাজার ৩১১ জন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফি উল্লাহ জানান, গাজীপুরে গত বছরের চেয়ে এবার জেএসসিতে ৩ হাজার ৭৪২ জন এবং জেডিসিতে ৭৩ জন পরীক্ষার্থী বেড়েছে। এবার জেএসসিতে ৪০টি কেন্দ্র এবং ৬৩টি ভেন্যুতে এবং জেডিসিতে ৯টি কেন্দ্রে ৬৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসছে।
এছাড়া জেলার ১৫টি কেন্দ্রে এবং ২টি ভেন্যুতে ৩ হাজার ২০৩ জন ভোকেশনাল পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে। ভোকেশনালে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৬৯৪ জন।
গাজীপুর জেলার এসব পরীক্ষা কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফি উল্লাহ জানান, গাজীপুরে গত বছরের চেয়ে এবার জেএসসিতে ৩ হাজার ৭৪২ জন এবং জেডিসিতে ৭৩ জন পরীক্ষার্থী বেড়েছে। এবার জেএসসিতে ৪০টি কেন্দ্র এবং ৬৩টি ভেন্যুতে এবং জেডিসিতে ৯টি কেন্দ্রে ৬৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসছে।
এছাড়া জেলার ১৫টি কেন্দ্রে এবং ২টি ভেন্যুতে ৩ হাজার ২০৩ জন ভোকেশনাল পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে। ভোকেশনালে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ৬৯৪ জন।
গাজীপুর জেলার এসব পরীক্ষা কেন্দ্রে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
COMMENTS