টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকা থেকে চারজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুর্ব থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১। স্বপন শেখ (২৮) পিতা- মৃত করম আলী শেখ, সাং- শিল্মুন পশ্চিম পাড়া, (জয়নালের বাড়ী), টঙ্গী পূর্ব গাজীপুর মহানগর, ২। মো. রাজীব চৌধুরী (৩২), পিতা- মৃত আব্দুল জব্বার চৌধুরী, মরকুন মিরাশ পাড়া, টঙ্গী পূর্ব গাজীপুর মহানগর, ৩। মো. খোরশেদ আলম (২৯) পিতা- মৃত হাফিজ উদ্দীন, সাং- পূর্ব গজারীপুর, ঝিনাইগাতি, শেরপুর ৪। মো. রাশেদুল ইসলাম (৩২), মৃত সামছুল হক, সাং- মেঘডুমি খোরাইদ (আনোয়ারের বাড়ী) পুবাইল, গাজীপুর মহানগর।
মঙ্গলবার দিনগত রাত দেড়টায় মরকুল মধ্য পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশের আগমন টের পেয়ে ভুয়া ডিবি চক্রের আরো একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, বহুদিন যাবত এই চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে জনগনের কাছ থেকে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। রোববার রাতে তারা টঙ্গীর মরকুন মধ্য পাড়া এলাকায় লোকজনকে বিভিন্ন ধরনের মামলার ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ মরকুন মধ্যপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে এবং একজন পালিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওকিটকি ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, চারজন ভুয়া ডিবি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন, ১। স্বপন শেখ (২৮) পিতা- মৃত করম আলী শেখ, সাং- শিল্মুন পশ্চিম পাড়া, (জয়নালের বাড়ী), টঙ্গী পূর্ব গাজীপুর মহানগর, ২। মো. রাজীব চৌধুরী (৩২), পিতা- মৃত আব্দুল জব্বার চৌধুরী, মরকুন মিরাশ পাড়া, টঙ্গী পূর্ব গাজীপুর মহানগর, ৩। মো. খোরশেদ আলম (২৯) পিতা- মৃত হাফিজ উদ্দীন, সাং- পূর্ব গজারীপুর, ঝিনাইগাতি, শেরপুর ৪। মো. রাশেদুল ইসলাম (৩২), মৃত সামছুল হক, সাং- মেঘডুমি খোরাইদ (আনোয়ারের বাড়ী) পুবাইল, গাজীপুর মহানগর।
মঙ্গলবার দিনগত রাত দেড়টায় মরকুল মধ্য পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশের আগমন টের পেয়ে ভুয়া ডিবি চক্রের আরো একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, বহুদিন যাবত এই চক্রটি গাজীপুরের বিভিন্ন স্থানে ডিবি পরিচয়ে জনগনের কাছ থেকে নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। রোববার রাতে তারা টঙ্গীর মরকুন মধ্য পাড়া এলাকায় লোকজনকে বিভিন্ন ধরনের মামলার ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ মরকুন মধ্যপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে এবং একজন পালিয়ে যায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওকিটকি ও চারটি মোবাইল সেট জব্দ করা হয়।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, চারজন ভুয়া ডিবি আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS