উন্নত বিশ্বের মানুষের সাথে তাল মিলিয়ে ক্রমশ বাংলাদেশেও আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে অনলাইনে কেনাকাটা তথা ই-কমার্সে। আস্তে আস্তে মানুষ ব্যাস্ত হয়ে পড়ছে, সাথে সাথে বাড়ছে মানুষের কেনাকাটার চাহিদা, কিন্তু সময়ের সাথে কুলিয়ে উঠতে না পেরে অনেকেই এখন হাটছে অনেলাইনে কেনাকাটার পথে। ফলে বাংলাদেশে গড়ে উঠেছে বিশাল অনলাইন ক্রেতা গোষ্ঠী।
তাদের চাহিদার কথা মাথায় রেখে গত ১০ বছরের মাঝে বেশ কিছু দেশী ও বিদেশী মালিকানাধীন অনলাইন মার্কেট গড়ে উঠছে এ দেশে। আর দিন দিন মানুষের অনলাইনে কেনাকাটার চাহিদা বাড়াতে গড়ে উঠছে আরো নিত্য নতুন অনলাইন মার্কেট। চলুন দেখে আসি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ১০ টি অনলাইন মার্কেটপ্লেস।
১. রকমারি।(www.rokomari.com)
২. দারাজ। (www.daraz.com.bd)
৩. আজকেরডিল। (www.ajkerdeal.com)
৪. পিকাবো।(www.pickaboo.com)
৫. বাগডুম। (www.bagdoom.com)
৬. অথবা। (www.othoba.com)
৭. প্রিয়শপ। (www.Priyoshop.com)
৮. সোনালীবাজার। (www.sonalibazar.com)
৯. বাংলাশপারস। (www.Banglashoppers.com)
১০. ক্লিকবিডি (www.clickbd.com)
বর্তামানে ক্রেতা জনপ্রিয়তায় এই ১০টি ই-কমার্স সেরা ১০ এ বাংলাদেশে অবস্থান করছে।
তাদের চাহিদার কথা মাথায় রেখে গত ১০ বছরের মাঝে বেশ কিছু দেশী ও বিদেশী মালিকানাধীন অনলাইন মার্কেট গড়ে উঠছে এ দেশে। আর দিন দিন মানুষের অনলাইনে কেনাকাটার চাহিদা বাড়াতে গড়ে উঠছে আরো নিত্য নতুন অনলাইন মার্কেট। চলুন দেখে আসি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ১০ টি অনলাইন মার্কেটপ্লেস।
১. রকমারি।(www.rokomari.com)
২. দারাজ। (www.daraz.com.bd)
৩. আজকেরডিল। (www.ajkerdeal.com)
৪. পিকাবো।(www.pickaboo.com)
৫. বাগডুম। (www.bagdoom.com)
৬. অথবা। (www.othoba.com)
৭. প্রিয়শপ। (www.Priyoshop.com)
৮. সোনালীবাজার। (www.sonalibazar.com)
৯. বাংলাশপারস। (www.Banglashoppers.com)
১০. ক্লিকবিডি (www.clickbd.com)
বর্তামানে ক্রেতা জনপ্রিয়তায় এই ১০টি ই-কমার্স সেরা ১০ এ বাংলাদেশে অবস্থান করছে।
COMMENTS