ভারোত্তোলনে আজ বাংলাদেশকে মিটিয়েছে স্বর্ণের খরা। কাঠমুন্ডুতে পাওয়া চারটি স্বর্ণের পরেই থমকে গিয়েছিল সোনালি বাতাস। সেই বাতাস আবার বইল মাবিয়া-জিয়ারুলের জোড়া স্বর্ণের পর। এর কিছুক্ষণ পরেই ফেন্সিংয়ে ব্যক্তিগত সেভার ইভেন্টে সোনার পদক জিতেছেন ফাতেমা মুজিব।
প্রথম চারটি সোনার পদকই এসেছিল কাঠমান্ডু থেকে। অবশেষে পোখারা থেকে এল সোনালি সুসংবাদ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন ভারত্তোলনের নারী ৭৬ কেজি শ্রেণিতে মাবিয়া আক্তার।
মাবিয়া আক্তারের পর এ ইভেন্টে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। আর সবশেষ আরেকটি স্বর্ণ যোগ করল ফাতেমা মুজিব।
এবারের এস এ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ন জয় করেন দিপু চাকমা। দ্বিতীয় স্বর্ণ আল আমিন, তৃতীয় স্বর্ণ আসে হোমায়রা আক্তার প্রিয়ার হাত ধরে। এবং চতুর্থ স্বর্ণ জেতেন অন্তরা। প্রথমটি তায়কোয়ান্দোতে। আর পরের তিনটি আসে কারাতে থেকে।
এবার এসএ গেমসে এ নিয়ে ৭ টি সোনা জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও এনে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৬।
বাংলাদেশ থেকে ৫৯৫ সদস্যের বিশাল বহর গেছে নেপালে। তাদের মধ্যে ক্রীড়াবিদ ৪৬২ জন এবং কর্মকর্তা ১৩৩ জন। একটি ডিসিপ্লিন (ট্রাইলথন) বাদে সবকটিতেই অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম চারটি সোনার পদকই এসেছিল কাঠমান্ডু থেকে। অবশেষে পোখারা থেকে এল সোনালি সুসংবাদ। শনিবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন ভারত্তোলনের নারী ৭৬ কেজি শ্রেণিতে মাবিয়া আক্তার।
মাবিয়া আক্তারের পর এ ইভেন্টে বাংলাদেশকে আরেকটি সোনার পদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতেন জিয়ারুল। আর সবশেষ আরেকটি স্বর্ণ যোগ করল ফাতেমা মুজিব।
এবারের এস এ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ন জয় করেন দিপু চাকমা। দ্বিতীয় স্বর্ণ আল আমিন, তৃতীয় স্বর্ণ আসে হোমায়রা আক্তার প্রিয়ার হাত ধরে। এবং চতুর্থ স্বর্ণ জেতেন অন্তরা। প্রথমটি তায়কোয়ান্দোতে। আর পরের তিনটি আসে কারাতে থেকে।
এবার এসএ গেমসে এ নিয়ে ৭ টি সোনা জিতল বাংলাদেশ। এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও এনে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৬।
বাংলাদেশ থেকে ৫৯৫ সদস্যের বিশাল বহর গেছে নেপালে। তাদের মধ্যে ক্রীড়াবিদ ৪৬২ জন এবং কর্মকর্তা ১৩৩ জন। একটি ডিসিপ্লিন (ট্রাইলথন) বাদে সবকটিতেই অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
COMMENTS