বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যে শিক্ষার্থীরা নিজেদের আপন আবাস মনে করেন, তারই প্রমাণ দিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক ছাত্রী ও তার বন্ধুরা।
রবিবার ক্যাম্পাসে টিলার ওপর সিকৃবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক ছাত্রী খাদিজাতুল কুবরার গায়েহলুদের আয়োজন করা হয়। ময়মনসিংহের মেয়ে খাদিজাতুল কুবরা ২০১৭-১৮ সেশনের ছাত্রী।
আয়োজনের উদ্যোক্তারা জানান, খাদিজাতুল কুবরার বিয়ে ঠিক হয়েছে পারিবারিক ভাবে। বিয়ের অনুষ্ঠান ময়মনসিংহ হওয়ায় বেশির ভাগ বন্ধুরা ওখানে যেতে পারবে না, এ জন্যই ক্যাম্পাসে গায়েহলুদের আয়োজন করেন তার বন্ধুরা।
খাদিজাতুল কুবরা জানান, এখানে যাদের পড়তে থাকা অবস্থায় বিয়ে হয় তাদেরকে হল থেকে একটা হলুদ দেন সিনিয়র-জুনিয়র ও বন্ধুরা মিলে। এর আগে আমার দুই বন্ধুরও গায়েহলুদের আয়োজন করা হয়েছিল ক্যাম্পাসে।
কনে আরও জানান, ক্যাম্পাসে আয়োজিত আমার গায়েহলুদের অনুষ্ঠানে জুনিয়র-সিনিয়রসহ আমার বন্ধুরা একসঙ্গে আনন্দ করেছেন। জানুয়ারির ২৫ তারিখ আমার বিয়ে হবে, আমার বাসা ময়মনসিংহ, সবাই যেতেও পারবে না। এ জন্যই এই আয়োজন করেছে তারা। এই আয়োজনের কথা আমি বাসায় বলেছি। সবাই সারপ্রাইজড আর খুব খুশি যে আমি এমন কোথাও থাকি যেখানে আমার আরেকটা পরিবার আছে।
রবিবার ক্যাম্পাসে টিলার ওপর সিকৃবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের এক আবাসিক ছাত্রী খাদিজাতুল কুবরার গায়েহলুদের আয়োজন করা হয়। ময়মনসিংহের মেয়ে খাদিজাতুল কুবরা ২০১৭-১৮ সেশনের ছাত্রী।
আয়োজনের উদ্যোক্তারা জানান, খাদিজাতুল কুবরার বিয়ে ঠিক হয়েছে পারিবারিক ভাবে। বিয়ের অনুষ্ঠান ময়মনসিংহ হওয়ায় বেশির ভাগ বন্ধুরা ওখানে যেতে পারবে না, এ জন্যই ক্যাম্পাসে গায়েহলুদের আয়োজন করেন তার বন্ধুরা।
খাদিজাতুল কুবরা জানান, এখানে যাদের পড়তে থাকা অবস্থায় বিয়ে হয় তাদেরকে হল থেকে একটা হলুদ দেন সিনিয়র-জুনিয়র ও বন্ধুরা মিলে। এর আগে আমার দুই বন্ধুরও গায়েহলুদের আয়োজন করা হয়েছিল ক্যাম্পাসে।
কনে আরও জানান, ক্যাম্পাসে আয়োজিত আমার গায়েহলুদের অনুষ্ঠানে জুনিয়র-সিনিয়রসহ আমার বন্ধুরা একসঙ্গে আনন্দ করেছেন। জানুয়ারির ২৫ তারিখ আমার বিয়ে হবে, আমার বাসা ময়মনসিংহ, সবাই যেতেও পারবে না। এ জন্যই এই আয়োজন করেছে তারা। এই আয়োজনের কথা আমি বাসায় বলেছি। সবাই সারপ্রাইজড আর খুব খুশি যে আমি এমন কোথাও থাকি যেখানে আমার আরেকটা পরিবার আছে।
COMMENTS