প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নির্মিত প্রমিলা ইনডোর ক্রিকেট ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।
গত বছর জুলাইয়ে শুরু হয়েছিল এই ক্রিকেট ইনডোর ভবনের নির্মাণ কাজ। শেষ হয়েছে এই ডিসেম্বরেই। এই প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন নির্মাণের ফলে এখানে আগামী দুই বছরে প্রায় ২০০ প্রমিলা ক্রিকেটার প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসল এমপি বলেছেন, ‘নারী ক্রিকেটের উন্নয়নে আমরা নিরলস কাজ করছি। আমরা ক্রিকেটের মেয়েদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে চাই। আমাদের নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। সর্বশেষ এসএ গেমসে আমাদের নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। আমি বিশ্বাস করি, দেশের নারী ক্রিকেটের উন্নয়নে ইনডোর ক্রিকেট ভবন ভূমিকা পালন করবে।’
প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন এবং বিকেএসপির মহাপরিচালক রাশিদুল হাসান।
গত বছর জুলাইয়ে শুরু হয়েছিল এই ক্রিকেট ইনডোর ভবনের নির্মাণ কাজ। শেষ হয়েছে এই ডিসেম্বরেই। এই প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন নির্মাণের ফলে এখানে আগামী দুই বছরে প্রায় ২০০ প্রমিলা ক্রিকেটার প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসল এমপি বলেছেন, ‘নারী ক্রিকেটের উন্নয়নে আমরা নিরলস কাজ করছি। আমরা ক্রিকেটের মেয়েদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে চাই। আমাদের নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। সর্বশেষ এসএ গেমসে আমাদের নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। আমি বিশ্বাস করি, দেশের নারী ক্রিকেটের উন্নয়নে ইনডোর ক্রিকেট ভবন ভূমিকা পালন করবে।’
প্রমিলা ইনডোর ক্রিকেট ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন এবং বিকেএসপির মহাপরিচালক রাশিদুল হাসান।
COMMENTS