গাজীপুরের কাপাসিয়ায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়া চালা বাজারের পূর্ব পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ৫ জন যাত্রীর মধ্যে ৩ জন নিহত হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের সফিকুলের স্ত্রী হেনা আক্তার (৩৮), তার মেয়ে মানসুরা আক্তার (১০) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মনের পুত্র জীবন চন্দ্র বর্মন (৪০)।
এছাড়া আহতরা হলেন- উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম ও নিহত জীবন চন্দ্রের ভাগ্নী রীতা রাণী বর্মন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ থানায় নিয়ে আসে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এবং অপর জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী সড়কের ঘাগটিয়া চালা বাজারের পূর্ব পাশে ঢাকা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি’র ৫ জন যাত্রীর মধ্যে ৩ জন নিহত হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের সফিকুলের স্ত্রী হেনা আক্তার (৩৮), তার মেয়ে মানসুরা আক্তার (১০) ও শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুশাদিয়া গ্রামের জগদীশ বর্মনের পুত্র জীবন চন্দ্র বর্মন (৪০)।
এছাড়া আহতরা হলেন- উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম ও নিহত জীবন চন্দ্রের ভাগ্নী রীতা রাণী বর্মন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ থানায় নিয়ে আসে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। এবং অপর জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছেন।
COMMENTS