এনআরসি এবং সিএবি নিয়ে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর। বিভিন্ন জায়গাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ হচ্ছে। ক্ষোভের আগুনে পুড়ছে একটার পর একটা রাজ্য। দেশজুড়ে চরম অশান্তির মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কানপুর গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার কথা ছিল মোদির। সেইমতো সিঁড়ি দিয়ে উঠছিলেন।
হঠাৎ বাঁ পায়ের পাতা আটকে গেল শেষ সিঁড়িতে। হুমড়ি খেয়ে সামনে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ছুটে এল এসপিজি। ধরে তুলল তাঁকে। কোনওক্রমে পতন রোধ করেছিলেন প্রধানমন্ত্রী। না হলে বড় দুর্ঘটনাও ঘটতে পারত। উত্তর থেকে দক্ষিণ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। যাঁরা এতদিন ‘নমো নমো’ করে কাটিয়েছেন তাঁরাই এখন নাগপুর বয়েজের বাপ বাপান্ত করছেন। এমনিতেই দেশের প্রধানমন্ত্রী তার ঝকমকে ভাষণ এবং কঠোর ব্যক্তিত্ব দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেন। সাধারণ মানুষ বলেন নরেন্দ্র মোদির স্মার্টনেস নাকি তাঁর সাফল্যের অন্যতম চাবিকাঠি। সেহনো প্রধানমন্ত্রী একেবারে ভূমি তলে লুটিয়ে পড়া। অবশ্য অনেকে বলছেন সমগ্র দেশের যা পরিস্থিতি তাতে করে এই মুহূর্তে যথেষ্ট চাপে আছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। সেই চাপ সামলাতে না পেরে এই পতন।
সূত্রঃ আজ বাংলা
COMMENTS