এবার মুসলিমদের ধর্মীয় উৎসবে ছুটি বাতিল করছে ভারত। ভারতের জাতীয় জনসংখ্যা রেজিস্টারের নির্দেশিকা থেকে এবার মুসলিমদের উৎসবের ছুটিগুলো বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এনপিআর ২০২০ তালিকা থেকে মুসলিমদের উৎসবে ছুটি বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার তালিকা বা এনপিআর এ হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের উৎসবের তালিকায় দুর্গাপুজো থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, নানক জয়ন্তী, সরস্বতী জয়ন্তী থেকে ছটপূজা আছে। এছাড়া আছে গান্ধী জয়ন্তী, স্বাধীনতা দিবস বা ইংরেজি নববর্ষের উল্লেখও। কেবল নেই মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবের উল্লেখ।
ভারতে এনআরসি বা নাগরিকত্ব বিলের নামে মুসলিমদের ওপর চলছে হয়রানি ও নির্যাতন। এবার সে তালিকায় যোগ হলো সরকারি ছুটির তালিকা থেকে মুসলিমদের ধর্মীয় উৎসব ছুটি বাতিলের এক নতুন বিতর্ক।
এর আগে ২০১০ সালে প্রথম এনপিআর-এর মাধ্যমে তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়। তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউএপিএ সরকার। ওই সময় যে ম্যানুয়াল বানানো হয়েছিল, সেখানে মুসলমানদের কোনো উৎসব-রীতির উল্লেখ করা ছিল না।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর, সেই কাজ শেষ করার উদ্যোগ নেয়। সেটা ২০১৫ সালোর কথা। পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে এনপিআর-এর কাজ হয়েছে। আরেকবার ২০২০ সালের এপ্রিল মাসে শুরু হতে চলেছে এনপিআর কর্মসূচি।
ভারতের জনসংখ্যা রেজিস্ট্রার তালিকা বা এনপিআর এ হিন্দু, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের উৎসবের তালিকায় দুর্গাপুজো থেকে শুরু করে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, নানক জয়ন্তী, সরস্বতী জয়ন্তী থেকে ছটপূজা আছে। এছাড়া আছে গান্ধী জয়ন্তী, স্বাধীনতা দিবস বা ইংরেজি নববর্ষের উল্লেখও। কেবল নেই মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবের উল্লেখ।
ভারতে এনআরসি বা নাগরিকত্ব বিলের নামে মুসলিমদের ওপর চলছে হয়রানি ও নির্যাতন। এবার সে তালিকায় যোগ হলো সরকারি ছুটির তালিকা থেকে মুসলিমদের ধর্মীয় উৎসব ছুটি বাতিলের এক নতুন বিতর্ক।
এর আগে ২০১০ সালে প্রথম এনপিআর-এর মাধ্যমে তথ্য সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়। তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউএপিএ সরকার। ওই সময় যে ম্যানুয়াল বানানো হয়েছিল, সেখানে মুসলমানদের কোনো উৎসব-রীতির উল্লেখ করা ছিল না।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর, সেই কাজ শেষ করার উদ্যোগ নেয়। সেটা ২০১৫ সালোর কথা। পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে এনপিআর-এর কাজ হয়েছে। আরেকবার ২০২০ সালের এপ্রিল মাসে শুরু হতে চলেছে এনপিআর কর্মসূচি।
COMMENTS