ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূকম্পন অনূভূত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম মেট্রো জানায়, বুধবার( ৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৩ টা ১৯ মিনিটে দেশটির বুশেইর এলাকার ৩০ মাইল দূরে এই ভূ-কম্পন অনুভূত হয়। বুশেইর অঞ্চলে ইরানের একটি অন্যতম পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। তার খুব কাছেই এই ভূকম্পন অনূভুত হয়েছে বলে জানায় তারা।
এদিকে ইরানের বার্তা সংস্থা ইরনা নিউজ জানায়, ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা সম্ভব হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে বিভাগের বরাত দিয়ে সিএনএন জানায়, প্রায় ১০ কিলোমিটার ব্যাপী ছিল ভূমিকম্পের গভীরতা। তারা আরও জানায়, এই ভূকম্পন স্বাভাবিক। এর সঙ্গে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
এদিকে ইরানের বার্তা সংস্থা ইরনা নিউজ জানায়, ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা সম্ভব হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে বিভাগের বরাত দিয়ে সিএনএন জানায়, প্রায় ১০ কিলোমিটার ব্যাপী ছিল ভূমিকম্পের গভীরতা। তারা আরও জানায়, এই ভূকম্পন স্বাভাবিক। এর সঙ্গে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।
COMMENTS