গাজীপুর জেলার কোনাবাড়ী বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে রাত্র সাতটা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
এসময় ওইসব ইটভাটা মালিককে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ৭টি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া ভেকু দিয়ে একটি ইটভাটার চিমনিও ভেঙ্গে দেওয়া হয়েছে। ইটভাটা গুলোর মধ্যে আইজুদ্দিন ব্রিকসকে (বিএবি) ৬ লাখ টাকা, স্কুলের পাশে থাকায় বাঘিয়া অলি ব্রিকসকে ২০ লাখ টাকা, একতা ব্রিকসকে ৬ লাখ টাকা, সুপার ব্রিকসকে ৫ লাখ টাকা, আইজুদ্দিন ব্রিকস-২ কে (বিএবি) ৬ লাখ টাকা, ৮৮৮ ব্রিকসকে ৫ লাখ, আশা ব্রিকসকে (এবিসি) ৬ লাখ টাকা মোট ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ভাটাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, সিটি করপোরেশন এলাকাসহ গাজীপুরের অবৈধ সকল ইটভাটায় অভিযান অবহ্যত থাকবে।
এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া এ অভিযানে গাজীপুর র্যাব-১ ও পুলিশ সহযোগিতা করেন।
COMMENTS