গাজীপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে উপজেলার ছোট দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের জয়নাল আবেদীন ও ইমরান হোসেন, গাজীপুরের ছোট দেওড়া এলাকার ওয়াসিম আলী, পূর্ব চান্দনার হৃদয় মাহমুদ ও মফিজুল ইসলাম।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গোপনে খবর পেয়ে আল আমিন জেনারেল স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি চাকু, কাঁচি ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুট করে আসছে।’
আটককৃতরা হলেন ময়মনসিংহের জয়নাল আবেদীন ও ইমরান হোসেন, গাজীপুরের ছোট দেওড়া এলাকার ওয়াসিম আলী, পূর্ব চান্দনার হৃদয় মাহমুদ ও মফিজুল ইসলাম।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গোপনে খবর পেয়ে আল আমিন জেনারেল স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি চাকু, কাঁচি ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার লুট করে আসছে।’
COMMENTS