পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারের সুপারিশের মাধ্যমেই সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে এমপি পীর ফজলুর রহমান লিখেছেন, ‘পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারকে সম্মান জানিয়ে ২০ দিনের মাথায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলকে বদলি করে; তার স্থলে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জে পদায়ন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’
এমপি পীর ফজলুর রহমান আরও লিখেছেন, ‘মাত্র ২০ দিন আগে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগ দেন ডা. তউহীদ আহমদ কল্লোল। যোগদানের পর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন তিনি। পাশাপাশি ঘোষণা দেন হারাম এক টাকাও খাবেন না। এরই মধ্যে হঠাৎ করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে মৌলভীবাজারে বদলি করা হয়। তার স্থলে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জে পদায়ন করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন শামছুউদ্দিন। পরে অন্য জেলায় সিভিল সার্জন হিসেবে নিয়োগ পান। জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকার সুবাদে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়নের জন্য পরিকল্পনামন্ত্রীর সুপারিশকৃত ডিও লেটার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেন শামছুউদ্দিন। এরই মধ্যে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে ডা. তউহীদ আহমদ কল্লোলকে পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুনামগঞ্জে যোগ দিয়েই অল্পদিনের মধ্যে মানুষের আস্থা অর্জন করেন ডা. কল্লোল।’
তিনি আরও লিখেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. শামছুউদ্দিনের পক্ষে আগেই পরিকল্পনামন্ত্রীর ডিও লেটার থাকায় হঠাৎ মঙ্গলবার তাকে সুনামগঞ্জে পদায়ন এবং ডা. কল্লোলকে মৌলভীবাজারে বদলি করা হয়। ডা. কল্লোলের বদলির খবরে সুনামগঞ্জ থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। অল্পদিনের মধ্যে তার বদলির সংবাদ শুনে অন্যদের মতো আমিও আশ্চর্য হই। সুনামগঞ্জের অনেকেই ডা. কল্লোলের বদলি প্রত্যাহারের উদ্যোগ নেয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। এ অবস্থায় আমি মঙ্গলবার রাতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি। স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন পরিকল্পনামন্ত্রীর ডিও লেটারকে সম্মান জানিয়ে ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জে পদায়ন করা হয়েছে; সেই সঙ্গে ডা. কল্লোকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। বদলি বাতিল করতে হলে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।’
এমপি পীর ফজলুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘এরপর পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে সুনামগঞ্জের মানুষের দাবির কথা জানাই। একই সঙ্গে ডা. কল্লোলের বদলি বাতিলে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। এ অবস্থায় পরিকল্পনামন্ত্রী আমাকে বলেছেন আগামী সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। আশাকরি সুনামগঞ্জের মানুষের কথা বিবেচনা করে পরিকল্পনামন্ত্রী এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।’
এদিকে সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সচেতন সুনামগঞ্জবাসী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এ সময় বক্তারা সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলকে ২০ দিনের মাথায় বদলিকে- দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন। তারা অনতিবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) রাতে বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে এমপি পীর ফজলুর রহমান লিখেছেন, ‘পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ডিও লেটারকে সম্মান জানিয়ে ২০ দিনের মাথায় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলকে বদলি করে; তার স্থলে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জে পদায়ন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।’
এমপি পীর ফজলুর রহমান আরও লিখেছেন, ‘মাত্র ২০ দিন আগে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগ দেন ডা. তউহীদ আহমদ কল্লোল। যোগদানের পর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন তিনি। পাশাপাশি ঘোষণা দেন হারাম এক টাকাও খাবেন না। এরই মধ্যে হঠাৎ করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে মৌলভীবাজারে বদলি করা হয়। তার স্থলে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জে পদায়ন করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন শামছুউদ্দিন। পরে অন্য জেলায় সিভিল সার্জন হিসেবে নিয়োগ পান। জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা থাকার সুবাদে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে পদায়নের জন্য পরিকল্পনামন্ত্রীর সুপারিশকৃত ডিও লেটার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেন শামছুউদ্দিন। এরই মধ্যে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে ডা. তউহীদ আহমদ কল্লোলকে পদায়ন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সুনামগঞ্জে যোগ দিয়েই অল্পদিনের মধ্যে মানুষের আস্থা অর্জন করেন ডা. কল্লোল।’
তিনি আরও লিখেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. শামছুউদ্দিনের পক্ষে আগেই পরিকল্পনামন্ত্রীর ডিও লেটার থাকায় হঠাৎ মঙ্গলবার তাকে সুনামগঞ্জে পদায়ন এবং ডা. কল্লোলকে মৌলভীবাজারে বদলি করা হয়। ডা. কল্লোলের বদলির খবরে সুনামগঞ্জ থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। অল্পদিনের মধ্যে তার বদলির সংবাদ শুনে অন্যদের মতো আমিও আশ্চর্য হই। সুনামগঞ্জের অনেকেই ডা. কল্লোলের বদলি প্রত্যাহারের উদ্যোগ নেয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন। এ অবস্থায় আমি মঙ্গলবার রাতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি। স্বাস্থ্যমন্ত্রী আমাকে বলেছেন পরিকল্পনামন্ত্রীর ডিও লেটারকে সম্মান জানিয়ে ডা. শামছুউদ্দিনকে সুনামগঞ্জে পদায়ন করা হয়েছে; সেই সঙ্গে ডা. কল্লোকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। বদলি বাতিল করতে হলে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।’
এমপি পীর ফজলুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘এরপর পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আমি আলাপ করে সুনামগঞ্জের মানুষের দাবির কথা জানাই। একই সঙ্গে ডা. কল্লোলের বদলি বাতিলে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাই। এ অবস্থায় পরিকল্পনামন্ত্রী আমাকে বলেছেন আগামী সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। আশাকরি সুনামগঞ্জের মানুষের কথা বিবেচনা করে পরিকল্পনামন্ত্রী এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।’
এদিকে সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সচেতন সুনামগঞ্জবাসী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এ সময় বক্তারা সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোলকে ২০ দিনের মাথায় বদলিকে- দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন। তারা অনতিবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান।
COMMENTS