টঙ্গীতে নজরুল নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে আউচপাড়া এলাকার আলকাস কমিশনার বাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে।
জানা যায়, নজরুল বোর্ডবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রাত সাড়ে ৭টার দিকে তাকে ঐ স্থানে একা পেয়ে একদল দুর্বৃত্ত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত নজরুল বিভিন্ন সময় সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ফায়দা লুটে নেওয়া এবং মাদক ব্যবসা পরিচালনাসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। এতে তার সঙ্গে এলাকার মাদক ব্যবসায়ীদের বেশ কিছুদিন যাবত্ বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন পূর্বে তার সঙ্গে ঝামেলাও হয়েছিল। এর জের ধরেই মাদক ব্যবসায়ীরা তাকে খুন করতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, নজরুলকে পুলিশের সোর্সের কাজ করতে কখনো দেখা যায়নি। তবে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
সোমবার রাতে আউচপাড়া এলাকার আলকাস কমিশনার বাড়ি সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে।
জানা যায়, নজরুল বোর্ডবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রাত সাড়ে ৭টার দিকে তাকে ঐ স্থানে একা পেয়ে একদল দুর্বৃত্ত উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত নজরুল বিভিন্ন সময় সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ফায়দা লুটে নেওয়া এবং মাদক ব্যবসা পরিচালনাসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। এতে তার সঙ্গে এলাকার মাদক ব্যবসায়ীদের বেশ কিছুদিন যাবত্ বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন পূর্বে তার সঙ্গে ঝামেলাও হয়েছিল। এর জের ধরেই মাদক ব্যবসায়ীরা তাকে খুন করতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, নজরুলকে পুলিশের সোর্সের কাজ করতে কখনো দেখা যায়নি। তবে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
COMMENTS