গাজীপুরে পোশাক কারখানারসহ ১৪০৪টি পোশাক কারখানা খুলেছে।
শনিবার (৩০ মে) গাজীপুরের বিভিন্ন এলাকার এসব কারখানা খুলেছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানাসহ ২ হাজার ৭২টি শিল্প কারখানার রয়েছে। এর মধ্যে শনিবার ১৪০৪টি শিল্প কারখানা চালু হয়েছে। চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বিজিএমইএ’র তালিকাভুক্ত ৬৫৭টি, বিকেএমইএ’র ৮৯টি, বিটিএমইএ ভুক্ত ৯৪টি ও অন্যান্য ৫৬৪টি। এছাড়া, বন্ধ রযেছে ৬৬৮টি কারখানা।
তিনি আরও বলেন, শিল্প পুলিশ কারখানাগুলো তদারকি করছে, যাতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মানা হয়।
শনিবার (৩০ মে) গাজীপুরের বিভিন্ন এলাকার এসব কারখানা খুলেছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানাসহ ২ হাজার ৭২টি শিল্প কারখানার রয়েছে। এর মধ্যে শনিবার ১৪০৪টি শিল্প কারখানা চালু হয়েছে। চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বিজিএমইএ’র তালিকাভুক্ত ৬৫৭টি, বিকেএমইএ’র ৮৯টি, বিটিএমইএ ভুক্ত ৯৪টি ও অন্যান্য ৫৬৪টি। এছাড়া, বন্ধ রযেছে ৬৬৮টি কারখানা।
তিনি আরও বলেন, শিল্প পুলিশ কারখানাগুলো তদারকি করছে, যাতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধির নিয়ম কানুন মানা হয়।
COMMENTS