গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে কমনইলান্দ ও জেব্রা শাবকের জন্ম দিয়েছে। এর আগেও এ দুই প্রাণী বাচ্চা দিয়েছে। আফ্রিকান সাফারি বেষ্টনিতে প্রাকৃতিকভাবেই বাচ্চাগুলোর জন্ম হয়। উপযুক্ত পরিবেশ পেয়ে সাফারি পার্কে জেব্রা ও কমনইলান্দ শাবকের জন্ম হয়েছে বলে দাবি করেন পার্ক কর্মকর্তারা।
পার্ক কর্তৃপক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনিতে উন্মুক্ত বসবাস করে কমনইলান্দ। এ বেষ্টনিতে জেব্রা পালের বসবাস রয়েছে। পার্কের কোর সাফারির একটি অংশ আফ্রিকান সাফারি জোন। এখানে হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, ওয়াল্ডবিস্ট একত্রে উন্মুক্ত বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের খাবার দেওয়া হয়। পার্কে এখন বাচ্চাসহ উনিশটি জেব্রা ও তিনটি কমনইলান্দ রয়েছে।
সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, কমনইলান্দ সাধারণত একটি বাচ্চার জন্ম দেয়। এরা নয় মাস গর্ভকালীন সময় পার করে। এদের গড় আয়ু বিশ থেকে পঁচিশ বছর। নারী কমনইলান্দ দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ চার থেকে পাঁচ বছরে প্রাপ্তবয়স্ক হয়।
এদিকে জেব্রাও একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। জেব্রা বার থেকে তের মাস গর্ভকালীন সময় পার করে। গড় আয়ু বিশ বছর। পুরুষ জেব্রা চার বছরে ও নারী জেব্রা তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়।
তিনি বলেন, জন্ম নেওয়া কমনইলান্দ বাচ্চাটি পুরুষ। এর আগে সাতটি পুরুষ জেব্রা ও এগারটি নারী জেব্রা ছিল। জন্ম নেওয়া জেব্রা শাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, গত ১৮ মে কমনইলান্দ শাবক ও আজ ২৮ মে জন্ম হলো জেব্রা শাবকের। শাবকগুলো সুস্থভাবেই মায়ের সঙ্গে পার্কে বিচরণ করছে। আমরা আলাদা নজর রাখছি মা ও শাবকদের।
পার্কে উপযুক্ত পরিবেশ পেয়ে অনেক প্রাণীই বাচ্চার জন্ম দিচ্ছে বলে তিনি জানান।
পার্ক কর্তৃপক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনিতে উন্মুক্ত বসবাস করে কমনইলান্দ। এ বেষ্টনিতে জেব্রা পালের বসবাস রয়েছে। পার্কের কোর সাফারির একটি অংশ আফ্রিকান সাফারি জোন। এখানে হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, ওয়াল্ডবিস্ট একত্রে উন্মুক্ত বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের খাবার দেওয়া হয়। পার্কে এখন বাচ্চাসহ উনিশটি জেব্রা ও তিনটি কমনইলান্দ রয়েছে।
সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, কমনইলান্দ সাধারণত একটি বাচ্চার জন্ম দেয়। এরা নয় মাস গর্ভকালীন সময় পার করে। এদের গড় আয়ু বিশ থেকে পঁচিশ বছর। নারী কমনইলান্দ দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ চার থেকে পাঁচ বছরে প্রাপ্তবয়স্ক হয়।
এদিকে জেব্রাও একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। জেব্রা বার থেকে তের মাস গর্ভকালীন সময় পার করে। গড় আয়ু বিশ বছর। পুরুষ জেব্রা চার বছরে ও নারী জেব্রা তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়।
তিনি বলেন, জন্ম নেওয়া কমনইলান্দ বাচ্চাটি পুরুষ। এর আগে সাতটি পুরুষ জেব্রা ও এগারটি নারী জেব্রা ছিল। জন্ম নেওয়া জেব্রা শাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, গত ১৮ মে কমনইলান্দ শাবক ও আজ ২৮ মে জন্ম হলো জেব্রা শাবকের। শাবকগুলো সুস্থভাবেই মায়ের সঙ্গে পার্কে বিচরণ করছে। আমরা আলাদা নজর রাখছি মা ও শাবকদের।
পার্কে উপযুক্ত পরিবেশ পেয়ে অনেক প্রাণীই বাচ্চার জন্ম দিচ্ছে বলে তিনি জানান।
COMMENTS