গাজীপুর সিটি কর্পোরেশেনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর
মহানগর শনিবার থেকে লকডাউন হচ্ছে না। শিল্প অধ্যুষিত গাজীপুরে শিল্প মালিকরা সহযোগিতা করলে এবং সরকারের সব দফতরের সঙ্গে সমন্বয় করেই লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, গাজীপুরে ছোট বড় মিলিয়ে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানা রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। শিল্প প্রতিষ্ঠান খোলা রেখে ও লাখ লাখ শ্রমিকে রাস্তায় রেখে গাজীপুরে লকডাউন কার্যকর করা সহজ হবে না। তাই কাল শনিবার থেকে গাজীপুর মহানগরী লকডাউন করা সম্ভব নয়।
মেয়র বলেন, গাজীপুরে লকডাউন হলে সারা দেশ এমনিতেই লকডাউন হয়ে যাবে। কারণ গাজীপুরের সঙ্গে বাংলাদেশের অধিকাংশ জেলারই সংযুক্ততা রয়েছে।
শুক্রবার দুপুরে তিনি বলেন, অতীতের মতো লকডাউন করে কোনো লাভ নেই। করোনার বিস্তার না কমলে লকডাউন দিয়েও কোনো ফল আসবে না। লকডাউনের সময় নাগরিকের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। নাগরিকরা যেন বিনা কারণে বাইরে না যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকার খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাসহ সব অধিকার নিশ্চিত করে তার পরই আমাদের লকডাউনে যেতে হবে। জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় রেখে স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারলেই লকডাউন শতভাগ সফল হবে। এ ক্ষেত্রে আমাদের নাগরিকদেরও সচেতন হতে হবে।
মেয়র বলেন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান এই চিন্তা আমাদের সবাকেই ধারণ করতে হবে। তবেই এই মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমবে।
তিনি বলেন, গাজীপুরে ছোট বড় মিলিয়ে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানা রয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। শিল্প প্রতিষ্ঠান খোলা রেখে ও লাখ লাখ শ্রমিকে রাস্তায় রেখে গাজীপুরে লকডাউন কার্যকর করা সহজ হবে না। তাই কাল শনিবার থেকে গাজীপুর মহানগরী লকডাউন করা সম্ভব নয়।
মেয়র বলেন, গাজীপুরে লকডাউন হলে সারা দেশ এমনিতেই লকডাউন হয়ে যাবে। কারণ গাজীপুরের সঙ্গে বাংলাদেশের অধিকাংশ জেলারই সংযুক্ততা রয়েছে।
শুক্রবার দুপুরে তিনি বলেন, অতীতের মতো লকডাউন করে কোনো লাভ নেই। করোনার বিস্তার না কমলে লকডাউন দিয়েও কোনো ফল আসবে না। লকডাউনের সময় নাগরিকের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। নাগরিকরা যেন বিনা কারণে বাইরে না যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকার খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাসহ সব অধিকার নিশ্চিত করে তার পরই আমাদের লকডাউনে যেতে হবে। জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় রেখে স্বাভাবিক জীবন নিশ্চিত করতে পারলেই লকডাউন শতভাগ সফল হবে। এ ক্ষেত্রে আমাদের নাগরিকদেরও সচেতন হতে হবে।
মেয়র বলেন, নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান এই চিন্তা আমাদের সবাকেই ধারণ করতে হবে। তবেই এই মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কমবে।
COMMENTS