ডেস্কঃ এবার ঈদুল আজহায় গাজীপুরের ৫টি কারাগারে বন্দিদশায় কোরবানির ঈদ করবেন ৯ হাজার ৬২৮ জন বন্দি। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৭৭৩ জন ও নারী বন্দি ৮৫৫ জন। যদিও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জামিন পেয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার ঈদের আগে অফিস কর্মদিবসের শেষ দিনে এ তথ্য নিশ্চিত করেছেন ৫টি কারাগারের জেলাররা।
গাজীপুর জেলা কারাগারের জেলার ইউনুস জামান জানান, এই কারাগারে মোট ১ হাজার ৪৬৭ জন বন্দিদশায় এবার ঈদ করবেন এর মধ্যে ৫২ জন নারী বন্দি রয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার আলি আফজালের তথ্যমতে, কারাগারে সর্বাধিক বন্দিদশায় ঈদ করবেন ৩ হাজার ১০০ জন।
কাশিমপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা জানান, ১ নম্বর কারাগারে বন্দিদশায় ঈদ করবেন ১ হাজার ৩৫০ জন।
কাশিমপুর-২ নম্বর কারাগারের জেলার বাহার উদ্দিন জানান, এখানে বন্দিদশায় ঈদ করবেন ২ হাজার ৮৫৬ জন।
কাশিমপুর নারী কারাগারের জেলার আনোয়ার হোসেন জানান, ৮০৩ জন নারী বন্দি ঈদ করবেন এবার।
কারা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে প্রতিটি কারাগারে।
- যুগান্তর
COMMENTS