গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচ দিন পর রাসেল (১৯) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাসেলের বাড়ি উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পাবুরিয়ার চালা গ্রামে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ওই গ্রামের গজারি বনের ভেতরে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন লাশ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি খোন্দকার ইমাম জানান, শুক্রবার রাসেল সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ওই তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা গজারি বন থেকে পচা দুর্গন্ধ পাচ্ছিলেন। বুধবার সকালে ওই তরুণের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বনের ভেতর গজারি গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পেয়ে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে ওই গ্রামের গজারি বনের ভেতরে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন লাশ ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি খোন্দকার ইমাম জানান, শুক্রবার রাসেল সকালে বাড়ি থেকে বের হওয়ার পর ওই তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয়রা গজারি বন থেকে পচা দুর্গন্ধ পাচ্ছিলেন। বুধবার সকালে ওই তরুণের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বনের ভেতর গজারি গাছে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পেয়ে পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
COMMENTS