করোনার শুরু থেকেই কয়েক দফায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে সহায়তা নিয়ে দাঁড়াতে দেখা গেছে শিল্পী সমিতিকে। এমনকি গেল ঈদেও অস্বচ্ছল শিল্পীদের ঘরে পৌঁছে দেয়া হয়েছে বিশেষ ঈদ উপহার। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে চলচ্চিত্রের অসহায় মানুষদের পাশে দাঁড়ালো চলচ্চিত্রের এই সংগঠনটি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, আসন্ন ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও দেয়া হবে নগদ অর্থ।
ঈদ সামগ্রীর মধ্যে আছে পোলাউয়ের চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই, পেঁয়াজ ও বিস্কুট।
জায়েদ খান বলেন, করোনার কারণে অন্যান্য সেক্টরের মতো বিপর্যস্ত চলচ্চিত্রের মানুষেরাও। কারও হাতেই কাজ নেই। শিল্পী সমিতি তার সামর্থ অনুযায়ি করোনার শুরু থেকেই অসহায় শিল্পীদের পাশে দাঁড়িয়েছে। আমরা চাই প্রতিটি শিল্পী যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।
যাদের অর্থে শিল্পীদের কাছে এবার ঈদ উপহার পৌঁছে দেয়া হচ্ছে তারা হলেন- ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী শিল্পী, খল-অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান।
COMMENTS