ডেস্ক : জেলা ও দায়রা জজ হিসেবে মমতাজ বেগমকে গাজীপুরে নিয়োগ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখার উপ-সচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়াও একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ পদমর্যাদার আরও দু’জন বিচারককে বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মমতাজ বেগমকে গাজীপুরের জেলা ও দায়রা জজ হিসেবে, ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট এর চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মোঃ আমিনুল হককে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে এবং নরসিংদী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোঃ জুয়েল রানাকে ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে বদলি/নিয়োগ করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
COMMENTS