গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেছেন, কিছু মাদক কারবারির কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। গাজীপুর থেকে মাদক নির্মূল করার জন্য পুলিশ-জনতা মিলে মিশে কাজ করতে হবে। সাধারণ মানুষকে কাছ থেকে সেবা দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হচ্ছে।
সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তালিকা গোপনে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান। সম্মিলিতভাবে অপরাধীদের নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে।
সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিং এর কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসন থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াজ উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর রোকশানা আক্তার, শ্রমিকলীগ নেতা মো. ইব্রাহিম খলিল, জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, এডিসি আবু লাইচ মো. ইলিয়াস জিকু প্রমুখ।
সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তালিকা গোপনে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান। সম্মিলিতভাবে অপরাধীদের নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে।
সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিং এর কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসন থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াজ উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর রোকশানা আক্তার, শ্রমিকলীগ নেতা মো. ইব্রাহিম খলিল, জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, এডিসি আবু লাইচ মো. ইলিয়াস জিকু প্রমুখ।
COMMENTS