ডেস্ক : গাজীপুরে নতুন আরও ২৩ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত পুরো জেলায় মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭৬৪ জন। কোভিড-১৯ শনাক্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৮ জন। সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৯২ জন।
সোমবার (২৬ আগস্ট) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‘সর্বশেষ ১৫৭ জনের নমুনা পরীক্ষা শেষে আরও ২৩ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ১২ জন, কাপাসিয়া উপজেলায় ৪ জন, কালিয়াকৈরে ৩ জন, শ্রীপুরে ৩ জন এবং কালীগঞ্জে ১ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ৩৩ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা শেষে জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৬৪ জনের। শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২ হাজার ৮৪৪ জন, শ্রীপুর উপজেলায় ৫৭৭ জন, কালিয়াকৈর উপজেলায় ৫৫৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৪৪৪ জন এবং কাপাসিয়া উপজেলায় ৩৪৬ জন রয়েছেন।
COMMENTS