কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ২৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই বৃদ্ধির জেরে গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৮২৭ জন। কোভিড-১৯-শনাক্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০ জনের এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১০৫ জন’।
৩৪ হাজার ২৮৬ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক।
গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৮৮১ জন, শ্রীপুরে উপজেলায় ৫৮৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৫৫৬ জন, কালীগঞ্জে ৪৪৮ জন এবং কাপাসিয়ায় ৩৫৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ১৮২ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ২৯ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ১৭ জন, কাপাসিয়ায় ৫ জন, কালীগঞ্জে ৩ জন, কালিয়াকৈরে ২ জন এবং শ্রীপুরে ২ জন’।
সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ৩৪ হাজার ২৮৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ হাজার ৮২৭ জনের। কোভিড-১৯-এ এ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৬০ জনের’।

Find us on Facebook
৭ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
৩০ দিনের জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্রাধিক জনপ্রিয়$type=list-tab$m=0$cate=0$sn=0$rm=0$$va=0
সর্বশেষ আপডেট$type=blogging$l=0$c=12$m=0$s=hide$rm=0$va=0$hide=home
দৃষ্টি আকর্ষণ
অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা সরাসরি গাজীপুর অনলাইনে জানাতে ই-মেইল করুন। আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ প্রচার করতে চাইলে
ই-মেইল করুনঃ gazipuronline@gmail.com
COMMENTS