গাজীপুরের কোনাবাড়িতে এক প্রবাসীর বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে অজ্ঞাত পরিচায়(২৩) এক নারীর গলাকাটা বস্তাবন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজ ভোরে গাজীপুরের মহানগরের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সেফটি ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ আসতে দেখে ভাড়াটিয়ারা বাড়ির মালিক প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের লোকজনকে খবর দেয়।
পরিবারের লোকজন এসে ট্যাঙ্কি খুলে ভিতরে একটি বস্তা থেকে পুলিশে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করে ওই নারীর গলা কাটা লাশ দেখতে পায় ।।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে । তবে, তার পরিচয় পাওয়া যায়নি । অন্তত এক সপ্তাহ আগে গলাকেটে হত্যার পর ওই নারীকে বস্তাবন্ধী করে সেফটি ট্যাঙ্কিতে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশের ।
জিএমপি কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর উলঙ্গ অবস্থায় ছিলো বলেও জানান ওই কর্মকর্তা।
COMMENTS