বিদেশে উচ্চতর ডিগ্রি নেয়া কিংবা চাকরির ক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন ভাষা শেখাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কোন পেশায় রয়েছেন কিংবা যারা এখনো কোন পেশায় যুক্ত নন, তারাও ভাষা শেখায় আগ্রহ দেখাচ্ছেন। স্কলারশিপের সুযোগ নিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ভাষা শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। তাই কোন বিদেশি ভাষা কেন শিখবেন, কোথায় শিখবেন, খরচ কত এসব নিয়ে আজকের আয়োজন।
যেসব ভাষা গুরুত্বপূর্ণ
সারা বিশ্বে মানুষ প্রায় সাত হাজারের বেশি ভাষায় কথা বলে। এর মধ্যে জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনের ম্যান্ডারিন ভাষায়। এই সংখ্যা একশ কোটিরও বেশি। তবে কী ভাষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
৫টি সূচকের ওপর নির্ভর করে ভাষার গুরুত্ব নির্ধারণ করা যায়। যেমন: ভ্রমণের ক্ষমতা, অর্থনৈতিক গুরুত্ব, সংলাপে নিয়োজিত হওয়ার ক্ষমতা, জ্ঞান এবং প্রচার মাধ্যমে ব্যবহার এবং আন্তর্জাতিক সম্পর্কে জড়িত থাকার ক্ষমতা। এসব সূচক বিশ্লেষণ করে দেখা যায় যে, ইংরেজি ভাষাই এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভাষা। এর পরেই রয়েছে ম্যান্ডারিন, ফরাসি, স্প্যানিশ এবং আরবি ভাষা।
চীনের বিশাল অর্থনীতির কথা বিবেচনা করেও বলা হচ্ছে, ২০৫০ সালেও ইংরেজি সবচেয়ে বেশি শক্তিশালী ভাষাই থাকবে। তবে স্প্যানিশ তৃতীয় স্থানে উঠে আসবে এবং ফরাসি ও আরবি চতুর্থ ও পঞ্চম স্থান দখলে নেবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে ভাষা পছন্দের বিষয়টিও বদলে যায়। ৩০-৩২ বছর আগেও বাংলাদেশে রাশিয়ান ভাষা শেখার খুব ধুম ছিল। কিন্তু সেটি এখন আর নেই। ইংরেজি ভাষার পর গত ১০ বছর ধরে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে ফরাসি ভাষা শিখতে। এরপরে রয়েছে চীনা ও জাপানি ভাষা
যেখানে শিখবেন ভাষা
বিদেশী ভাষা শেখার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে ১৪টি ভাষা শেখানো হয়। এগুলো হচ্ছে ইংরেজি, বাংলা (বিদেশিদের জন্য), ফরাসি, স্প্যানিশ, জার্মান, তুর্কি, ইতালিয়ান, জাপানি, চীনা, কোরিয়ান, হিন্দি, ফার্সি ও আরবি।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ কাউন্সিল, আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যেটে ইন্সটিটিউট, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র উল্লেখযোগ্য।
যখন শিখবেন
আধুনিক ভাষা ইন্সটিটিউটের বিদেশী ভাষার কোর্সগুলো সাধারণত এক বছর মেয়াদী হয়। সব মিলিয়ে কমপক্ষে ১২০ ঘণ্টার ক্লাস হয়। সপ্তাহে দুই দিন চার ঘণ্টা বা ছয় ঘণ্টার ক্লাস হয়। প্রতিবছর এপ্রিল মাসের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর মে এবং জুন মাসের দিকে ভর্তি হওয়া যায়। ক্লাস শুরু হয় পহেলা জুলাই থেকে।
কোর্সের খরচ
সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভাষা শেখার ক্ষেত্রে খরচ কিছুটা বাজেটের মধ্যেই থাকে। তবে বেসরকারি কিংবা ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে ভাষা শেখার ক্ষেত্রে একটু বেশি বাজেট থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে এক বছর মেয়াদী কোর্সগুলো সম্পন্ন করতে ৬ হাজার থেকে ৭ হাজার টাকার মতো খরচ হবে। তবে এটা বাংলাদেশিদের জন্য এবং এককালীন।
COMMENTS