গাজীপুরের টঙ্গীতে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্লাকমেইল করার অভিযোগে ৫ প্রতারক চক্রকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
সোমবার ((১৭ই আগস্ট) রাত ১১ টায় দিকে টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা আলী হায়দারের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত সদস্যরা হলো, জসিমউদদীন সবুজ(৪২) ,শখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ(২১) ও সানিয়া আক্তার (২৩)
টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মন্ডল জানান, এই প্রতারক চক্রের সদস্যরা সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের লোভ দেখিতে প্রথমে তারা তাদের বাসায় ডেকে আনতো, পরে বাসায় জিম্মি করে মেয়েদের সাথে উলঙ্গ করে ছবি তুলে ব্যাকমেইল করে মোট অংকের টাকা হাতিয়ে নিত। অনেক সময় তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে অপহরণ করে পরিবারের সদস্যদের কাছ থেকে মোট অংকের টাকা দাবি করতো।”
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ((১৭ই আগস্ট) রাত ১১ টায় দিকে টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা আলী হায়দারের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত সদস্যরা হলো, জসিমউদদীন সবুজ(৪২) ,শখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ(২১) ও সানিয়া আক্তার (২৩)
টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মন্ডল জানান, এই প্রতারক চক্রের সদস্যরা সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের লোভ দেখিতে প্রথমে তারা তাদের বাসায় ডেকে আনতো, পরে বাসায় জিম্মি করে মেয়েদের সাথে উলঙ্গ করে ছবি তুলে ব্যাকমেইল করে মোট অংকের টাকা হাতিয়ে নিত। অনেক সময় তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে অপহরণ করে পরিবারের সদস্যদের কাছ থেকে মোট অংকের টাকা দাবি করতো।”
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
COMMENTS