এম এ কবির ।। অস্বচ্ছল ক্রীড়াসেবীদের মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সহায়তার দ্বিতীয় দিনে গাজীপুরে মাসিক ক্রীড়া ভাতার চেক বিতরণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আজ গাজীপুরের ৮৪ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীর মধ্যে ২০১৯-২০ অর্থ বছরের মাসিক ক্রীড়া ভাতার চেক বিতরণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল ক্রীড়াসেবীদের হাতে মাসিক ক্রীড়া ভাতার এ অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। এ সময় মাসিক ২ হাজার টাকা করে প্রত্যেক ক্রীড়াসেবীকে ২৪,০০০(চব্বিশ হাজার) টাকা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, করোনাকালে আমরা প্রায় পাঁচ হাজার ক্রীড়াবিদ ক্রীড়া সংগঠক সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের চার কোটি টাকা প্রদান করেছি। আমাদের দেশে ইতিপূর্বে অনেক ধরনের ভাতা চালু ছিল। কিন্তু ক্রীড়া সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের জন্য কোনো ভাতা চালু ছিল না। আমরা এ অর্থবছর থেকে প্রথমবারের মতো অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাসিক ক্রীড়া ভাতা চালু করেছি।’
এ বছর সর্বমোট ১১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম।
COMMENTS