গাজীপুর মহানগরের জয়দেবপুরস্থ "রুখে দাঁড়াও শ্রমজীবি সমিতি" কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
শনিবার ঈদের দিন সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের মানবিক মেয়র আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় এ সময় দুইটি গরু কোরবানি দিয়ে এর গোস্ত রুখে দাঁড়াও শ্রমজীবি সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
গোস্ত বিতরণ করেন সাংবাদিক এম এ কবির এবং সমিতির সভাপতি রিপন খান, সাধারণ সম্পাদক অপূর্ব অপু ও কোষাধ্যক্ষ শরীফ হোসাইন।
রুখে দাঁড়াও শ্রমজীবি সমিতির সমাজের বিভিন্নস্তরের মানুষদের দারিদ্রতার বিরুদ্ধে একতার মাধ্যমে আর্থিক সাবলম্বী হওয়া ও সামাজিকভাবে সচেতনা বৃদ্ধিতে কাজ করে থাকে। এছাড়া বৃক্ষ রোপণ, রক্তদান, আত্মকর্মসংস্থানে কারিগরি প্রশিক্ষণ প্রদান, শিক্ষা বিস্তারে সহযোগিতা ও উৎসাহ প্রদানে সমিতির কার্যতালিকার অন্যতম মিশন নিয়ে এগিয়ে চলছে। বতর্মানে এর তালিকাভুক্ত সদস্য সংখ্যা ১৬৫ জন।
কোরবানির গোস্ত বিতরণের পুরো আয়োজন সার্বিকভাবে তত্ত্বাবধান করেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী ইকবাল আহমেদ, সমিতির সভাপতি রিপন খান ও কোষাধ্যক্ষ শরীফ হোসাইন।
COMMENTS