গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় স্কুলছাত্র সোহান (১২) হত্যা মামলার প্রধান আসামি মো. আজিজুল ইসলামকে (২০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র্যাব-১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি বেড়াইদেরচালা এলাকার আব্বাস আলীর ছেলে স্কুলছাত্র সোহান। গত ৩ আগস্ট নিখোঁজ হয় সে। পরে সোমবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার বেতঝুড়ি বেড়াইদেরচালা এলাকায় ময়লার স্তূপ থেকে পুলিশ তার কঙ্কাল উদ্ধার করে। এ ঘটনায় সোহানের পরিবার শ্রীপুর মডেল থানায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতঝুড়ি এলাকার মো. সবুর উদ্দিনের ছেলে আজিজুলকে এক নম্বর আসামি করে হত্যা মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সখিপুর থানার কালিদাস বাজার এলাকা থেকে আজিজুলকে আটক করা হয়।
COMMENTS