ঢাকা-কুয়ালালামপুর রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাত্র ১ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।
এদিন ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএস৩১৩ ফ্লাইটের ওই যাত্রীর নাম রাফসান জামি।
কামরুল হাসান বলেন, একমাত্র যাত্রী হওয়া সত্ত্বেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায় ফ্লাইটটি। আর এজন্য ইউএস বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন রাফসান জামি।
ওই যাত্রী বলেন, আজ আমি মালয়েশিয়া যাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো ফ্লাইটে আমি একা। একজন যাত্রী হওয়া সত্ত্বেও ফ্লাইটটি ছাড়ায় ইউএস বাংলাকে ধন্যবাদ।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে চালু হতে শুরু করেছে।
COMMENTS