
এম এ কবির ।। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ৪ টি সিটি করপোরেশনে রোড সুইপার ট্রাক বিতরণ হয়েছে। আজ বুধবার রাজধানীর গুলশানস্থ শাহাবুদ্দিন পার্কে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আধুনিক ট্রাকগুলো বিতরণ করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম নিম্নবর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে আধুনিক ভ্যাকুম টাইপ রোড সুইপার ট্রাক বিতরণ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সর্বমোট ২০টি রোড সুইপিং ট্রাক বিতরণ করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আগামীদিনে ঢাকাসহ সারা দেশকে পরিষ্কার করার জন্য দীর্ঘ পরিকল্পনা নেয়া হয়েছে। চার সিটির এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কাজ শুরু হলো।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
COMMENTS