গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক এম রফিকুল ইসলাম।
মঙ্গলবার যোগদান করেছেন তিনি।
অধ্যাপক এম রফিকুল ইসলাম ১৯৯৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করে ২০০৯ সালে অধ্যাপক পদমর্যাদায় উত্তীর্ণ হন।
আইইউটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, অধ্যাপক এম রফিকুল ইসলাম তার কর্মজীবনে বুয়েট ছাড়াও সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেরিন টেকনোলজি বিভাগের অধ্যাপক, মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এ খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়া অধ্যাপক ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের সুপরিচিত শিপইয়ার্ড, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি জার্নাল অব নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী সম্পাদক হিসেবে কাজ করছেন।
অধ্যাপক ইসলাম বুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক, স্টাবলিশম্যান অব শিফ মডেল টেস্টিং সেন্টারের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি ও সম্মেলনের সদস্য হিসেবে কর্মরত আছেন।
বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক জার্নালে অধ্যাপক ইসলামের বিপুলসংখ্যক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি তার ছাত্র ও কর্মজীবনে বিপুলসংখ্যক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। অধ্যাপক ইসলাম ও তার স্ত্রী আরমিনা পারভীন এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক-জননী।
COMMENTS