
গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জাহাঙ্গীর আলমের নেওয়া মেগা প্রকল্পের অংশ হিসেবে ‘গ্রিন এন্ড ক্লিন সিটি’ বিনির্মাণে নগরীর ৪০নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন গাজীপুর মহানগর বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জান মনির।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূবাইল ৪০নং ওয়ার্ডের মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্জ্য ব্যবস্থাপনা ৪০নং ওয়ার্ড প্রকল্পের স্বত্বাধিকারী পূবাইল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলামের সঞ্চালনে এই বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ।
আরো উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকি জুলি, পূবাইল ইউপি সাবেক ছাত্রলীগের সভাপতি মাসুদুল হাসান বিল্লাল, মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক, বেলায়েত হোসেন মোল্লা, সাবেক ইউপি যুবলীগ সভাপতি, হাসানুল বান্না মজু, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য, রাজিবুল হাসান রাজিব, মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা আফজালুর রহমান মৃধা, মহসিন মিয়া।
COMMENTS