
গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাবিনা আক্তারকে (২৮) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সাবিনা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাঘের ভিটা গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহরের রথখোলায় এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে।
নিহতের বোন নাসিমা আক্তার জানান, প্রায় ৬ বছর আগে সাবিনা ও স্বপন বিয়ে করে। স্বামী-স্ত্রী দুজনই শহরের টেক রথখোলা এলাকার রাশেদুল ইসলাম আলমের বাড়িতে ভাড়া থাকতো। এটি স্বপনের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পরে। সকাল সাড়ে ৬টার দিকে স্বপন বাসা থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর পাশের রুম থেকে সে সাবিনার ঘরে গিয়ে সাবিনাকে মৃত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়।
তার অভিযোগ, পূর্ব বিরোধের জেরে স্বামী স্বপন স্ত্রী সাবিনাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
COMMENTS