
‘তথ্য অধিকার পুরস্কার’ পেলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। সোমবার রাজধানী ঢাকার আগারগাঁও এলাকার প্রত্নতত্ত্ব ভবনের তথ্য কমিশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মুহমুদ এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড আব্দুল মালেক, তথ্য সচিব কামরুন নাহার, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা, বাসস এর চেয়ারম্যান আ আ ফ ম আরেফিন সিদ্দিকী প্রমুখ। পুরস্কার হিসেবে ইউএনও শিবলী সাদিকের হাতে সনদপত্র ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।
জানা গেছে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে তথ্য কমিশন কর্তৃক উপজেলা পর্যায়ে ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম হিসেবে ইউএনও শিবলী সাদিককে তথ্য অধিকার পুরস্কার ২০২০ এ ভূষিত করা হয়। একই বিভাগে দ্বিতীয় হন নড়াইল জেলার কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা।
এছাড়াও এ বছর মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যায়ে একই পুরস্কারে প্রথম হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, দ্বিতীয় হয় সড়ক ও জনপদ অধিদপ্তর, বিভাগীয় পর্যায়ে প্রথম হয় সিলেট কমিশনার কার্যালয় ও দ্বিতীয় হয় খুলনা কর্মচারী কল্যাণ বোর্ড, জেলা পর্যায়ে প্রথম হয় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও দ্বিতীয় হয় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রথম হন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরুপম মজুমদার, দ্বিতীয় হন ঢাকা জেলার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
COMMENTS