
গাজীপুরের শ্রীপুরে ওয়ালটন ইলেকট্রনিক্সের শোরুমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী বাজার পাঠানটেক গ্রামের সৌদি প্রবাসী রাসেল মোড়লের তিনতলা বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে তিনতলা বাসার নিচের তলায় ওয়ালটন শোরুমের গোডাউন থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওয়ালটন শোরুমের গুদামে থাকা টিভি, ফ্রিজ, এসি, চুলা, রঙিন টিভিসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় দশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন গোডাউন ম্যানেজার ইব্রাহিম খলিল।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানিয়েছেন।
তিনি আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
COMMENTS