টঙ্গীর স্টেশন রোডে জলবদ্ধতার পানি নিষ্কাশনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্হা না থাকায় আধা ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার টঙ্গী পূর্ব থানা ক্যাম্পাস ও টঙ্গী হাসপাতালের পুরো এলাকা কোমর পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। ফলে থানা-হাসপাতালের সকল স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। জলবদ্ধতায় থানা এবং হাসপাতালের ভেতরেও পানি ঢুকে পড়েছে। পানি বন্দী হয়ে পড়েছেন আশপাশের ১০ হাজার বাসিন্দাও।
এদিকে মঙ্গলবার বিকালে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম থানা রোডে জমে থাকা কোমর পানিতে নিমজ্জিত অবস্থায় এক ফেসবুক লাইবে এসে বলেন, স্হানীয় মন্ত্রী, এমপি মেয়র ও জনপ্রতিনিধিদের কাছে ভোগান্তি নিরসনে একাধিকবার আবেদন নিবেদন করা হয়েছে, কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ না নেয়ায় ভোগান্তি এখন চরম আকার ধারন করেছে। তিনি আরো বলেন, জলবদ্ধতার কাছে আমরা আজ অসহায় হয়ে পড়েছি। আমরা ব্যার্থ হয়ে গেলাম। এখন সাঁতার সমান পানিতে সয়লাব পুরো এলাকা।
এখানে বৃষ্টি না হলেও সারা এলাকা থেকে আসা পানি থানা রোড, মেডিকেল রোড ও টঙ্গী সিলেট রোডে পানি জমে থাকায় পানি বন্দী থাকতে হচ্ছে মাসের পর মাস।
COMMENTS